চুয়াডাঙ্গায় জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল

চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউট জেলা রোভারের ত্রিবার্ষিক কাউন্সিল ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১৬ থেকে ২০১৯ মেয়াদকালের জন্য এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে কাউন্সিলে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন কমিশনার রহমত আলী বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, রোভার অঞ্চল ট্রেনার শহীদুল ইসলাম ও মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন।
পদাধিকারবলে জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সভাপতি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানকে কমিশনার, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক আবু হাসানকে সাধারণ সম্পাদক ও বড়শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবদুল মুকিত জোয়ার্দ্দারকে কোষাধ্যক্ষ করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, ‘শুধু রোভার স্কাউট নয়, গার্লস গাইড, স্কাউট ও ক্লাবকেও গতিশীল করতে হবে। শিক্ষার্থীদের উদ্দীপনার মধ্যে রাখতে হবে।’