কুড়িগ্রাম গণকমিটি ঢাকা মহানগর শাখায় নতুন নেতৃত্ব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/13/photo-1479032391.jpg)
কুড়িগ্রামের নানা উন্নয়নের দাবি জানাতে গঠিত রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ঢাকা মহানগর শাখার নতুন কমিটি বা পরিষদ ঘোষণা করা হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রফিকুল রঞ্জু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাখাওয়াত স্বপন।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা মো. সাইদুল আবেদীন ডলার ও গণকমিটির সহ-সমন্বয়ক আবদুস সোবহান জুয়েল উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম প্লাবন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন রূপম রাজ্জাক ও মোনছেফা আক্তার তৃপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন-অর-রশিদ রিপন, সাংগঠনিক সম্পাদক রিফাজুল হক কানন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক আশিকুর রহমান লায়ন, দপ্তর সম্পাদক মো. সোয়াইবুর রহমান সোহাগ, সহ-দপ্তর সম্পাদক এরশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মনা, সহকারী কোষাধ্যক্ষ আসিফ ওয়াহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর রায় নিলয় এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক হারুন-অর-রশিদ।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- আল্লামা ইকবাল অনিক, শাহজাহান আলী, আবদুল করিম, মো. মনির মিয়া, লাইজু নাহার সোমা, মিশু, শরিফুল ইসলাম, মাঈদুল ইসলাম, নয়ন সরকার, মাসুম বিল্লাহ ও হাসেম আলী।