জামিন নিয়ে নিখোঁজ ৭ হুজি সদস্য ফের গ্রেপ্তার

জামিনে মুক্তি পাওয়ার পর তিনদিন নিখোঁজ ছিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সাত সদস্য। এরপর তাঁদের আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ উপজেলার রায়াপুর এলাকা থেকে এদের গ্রেপ্তার করে। পরে আজ সোমবার দুপুরে এই সাতজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝাকরা গ্রামের সিরাজুল ইসলাম (৪৫), নলছিটি উপজেলার হারদল গ্রামের নূরুল ইসলাম (২৬),আবদুল বাকী বিল্লাহ (১৮),মো. সোহাগ (৩২), ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের মো. জোবায়ের (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আবুল বাশার (৪২),মিনহাজুল আবেদীন ও একই উপজেলার মজুমদারকান্দি গ্রামের আবদুল আজিজ (২৭)।
২০১৩ সালের ১৪ আগস্ট নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা সংলগ্ন মসজিদে হুজির সেকেন্ড ইন কমান্ড মশিউর রহমান ওরফে মিলন তালুকদারের নেতৃত্বে প্রশিক্ষণ চলাকালে পুলিশ অভিযান চালিয়ে একটি হ্যান্ড গ্রেনেডও বেশ কয়েকটি জিহাদি বইসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নলছিটি থানার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি এবং দুটি অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা করা হয়।
এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত ৫ জুন নয় হুজি সদস্যকে চার বছর করে কারাদণ্ড দেন আদালত। তবেঅপ্তাপ্ত বয়স্ক ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। পরে তাঁদের বরিশাল কারাগারে রাখা হয়। গত ৭ নভেম্বর তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পান।
তবে হুজির সেকেন্ড ইন কমান্ড মশিউর রহমান ওরফে মিলন তালুকদারকে অপর একটি মামলায় গ্রেপ্তার দেখানোয় তিনি এখনো বরিশাল কারাগারে রয়েছেন।
গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কারাগার থেকে মুক্তি পায় সাত হুজি সদস্য। তবে তাঁদের খুজে পাওয়া যাচ্ছে না জানিয়ে গতকাল বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁদের স্বজনরা। এরপর গতকাল রাতেই নলছিটির রায়াপুর এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়পুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন লোক সন্দেহজনক ঘোরাফেরা করছেন। খবর পেয়ে টহলরত পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সাত জনকে আটক করা হয়। থানায় নিয়ে আসার পরে পুলিশ জানতে পারে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য। ১০ নভেম্বর তারা বরিশাল কারাগার থেকে মুক্তি পায়। নতুন করে কোন পরিকল্পনা করতে পারে সন্দেহে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এদিকে গ্রেপ্তারকৃত হুজির সদস্যরা পুলিশকে জানায়, একটি কালো মাইক্রোবাসে করে রাতে তাঁদের রায়াপুর স্কুলের সামনে নামিয়ে দেওয়া হয়। তবে কারা তাঁদের নামিয়ে দিয়েছিল, এ ব্যাপারে কিছুই বলতে পারেনি পুলিশ।