কুড়িগ্রামে হাতির পাল, চারগ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/11/20/photo-1479650139.jpg)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খেয়ার চর সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বন্য হাতির একটি পাল বাংলাদেশে ঢুকে পড়ে। ক্ষতি করে ফসল ও বাড়িঘরের।
গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে হাতির পালটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। গ্রামের বাসিন্দারা ঢাক-ঢোলে শব্দ করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। আজ রোববার ভোরের দিকে হাতির পাল ভারতীয় এলাকায় ফেরত যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে ভারতীয় হাতির পালটি ভারতের কালাইয়ের চর সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে সীমান্ত লাগোয়া আলগারচর, লাঠিয়ালডাঙ্গার চর, খেয়ারচর ও ঝাইবাড়ী চর গ্রামের ধান, সরিষাসহ প্রায় ১০ একর জমির ফসলের ব্যাপক ক্ষতি করে। এ সময় হাতিগুলো আলহার চরের জহুরুল ইসলামের বাড়িসহ কয়েকটি বাড়ির কাঁচাঘর ভেঙে ফেলে। এ অবস্থায় গ্রামের বাসিন্দারা রাতভর ঢাক-ঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়ে হাতিগুলোকে তাড়াতে সক্ষম হয়।
খেয়ারচর এলাকার যাদুর চর ইউনিয়ন পরিষদের সদস্য হায়দার আলী জানান, রৌমারী উপজেলা সীমান্ত লাগোয়া ভারতের গাড়হিল ও বলদাংগিরি পাহাড় আছে। এসব সীমান্তের বেশি ভাগ এলাকা অরক্ষিত থাকায় প্রায় সময় হাতির পাল প্রবেশ করে ফসল ও ঘরবাড়ীর ক্ষতি করে চলে যায়।
এ ব্যাপারে রৌমারী উপজেলা বন বিভাগের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে হাতির ঢোকার খবর পেয়ে এলাকাবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছিল। বন্য হাতির পাল খাবারের সন্ধানে প্রায়ই সীমানা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।’