খুলনায় যুবকের গলা কাটা লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের মাদ্রা গ্রাম থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, ঘটনাটি যশোরের কেশবপুর উপজেলা এবং খুলনা জেলার সীমান্ত এলাকায়। শ্রী নদীর চরে ২৫-২৬ বছরের এক যুবকের গলা কেটে সন্ত্রাসীরা ফেলে গেছে দুর্বৃত্তরা। ওই যুবকের পরনে ছিল খয়েরি রঙের ফুল প্যান্ট ও শার্ট। নৃশংস এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ওসি আরো জানান, তিনি নিজে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাঁর ধারণা, ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলা কাটা হয়েছে। অন্য কোথা থেকে ডেকে নিয়ে যুবককে নদীর চরে গলা গেটে ফেলে রেখে যাওয়া হয়েছে।