পাঁচ বছর বন্ধ থাকার পর মংলা-ঢাকা স্টিমার চালু

স্টিমার এমভি মধুমতি আজ বৃহস্পতিবার বিকেলে মংলার কুমারখালী ঘাটে ভেড়ে। ছবি : এনটিভি
দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে মংলা-ঢাকা স্টিমার চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীন নৌচলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) স্টিমার এমভি মধুমতি আজ বৃহস্পতিবার বিকেলে মংলার কুমারখালী ঘাটে ভেড়ে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্টিমারটিকে স্বাগত ও শুভেচ্ছা জানান।
বিআইডব্লিউটিএর খুলনার উপপরিচালক আশরাফ হোসেন জানান, আপাতত সপ্তাহে একদিন মংলা-ঢাকা রুটে স্টিমার চলাচল করবে। এতে যাত্রীদের আসা-যাওয়া ও ব্যবসায়ীদের মালামাল আনা-নেওয়া সহজতর হবে।
মংলা-ঘাষিয়াখালী চ্যানেলের নাব্যতা সংকটের কারণে দীর্ঘ প্রায় পাঁচ বছর মংলা-ঢাকা স্টিমার সার্ভিস বন্ধ ছিল। পর প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকে পুনরায় স্টিমার সার্ভিস চালু হলো।