বাড়িতে ঢুকে প্রকাশ্যে নারীকে পিটিয়ে হত্যা

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে প্রকাশ্যে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ফেন্সি বিবি (২৫) উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ সিমলা গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে। এ সময় নিহতের মা নুরুন্নাহার বেগম (৫৫) ও বোন মিলি খাতুনকেও (১৭) পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পর লুটপাটও চালায়। আজ শনিবার বেলা ১১টার দিকে অনাথ সিমলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নুরুন্নাহার বেগম ও তাঁর মেয়ে মিলি খাতুন সাংবাদিকদের জানান, তাদের সাথে জমি নিয়ে প্রতিবেশী আইনাল হক, জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে প্রায় দুই সপ্তাহ আগে প্রতিপক্ষের লোকজন মিলি খাতুনকে পিটিয়ে জখম করে।
ওই ঘটনায় জামাল উদ্দিন, আবদুস সামাদ, হবিবর রহমান, আইনাল হক ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এতে নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা করেন নুরুন্নাহার বেগম।
এসবের জের ধরে প্রতিপক্ষ আইনাল হক, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমানসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে আজ বেলা ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় বলে জানান নুরুন্নাহার বেগম ও মিলি খাতুন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এনটিভি অনলাইনকে জানান, আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফেন্সি বিবিকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত নুরুন্নাহার বেগম ও মিলি খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।