ঝিনাইদহে নসিমনচাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনচাপায় কনিকা খাতুন (৭) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু কনিকা খাতুন ওই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন জানান, শিশু কনিকা খাতুন বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নসিমনটিকে আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।