পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে ৪৩ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ বছর মোট ৮৮০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৭৭৮টি। ভর্তি পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘অ ১’ এবং ‘অ ২’ ইউনিটে ২৭০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৮৫৩ জন, বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ২৬০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৬৩৬ জন এবং বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঈ’ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন আট হাজার ২৮৯ জন শিক্ষার্থী। আবেদন প্রক্রিয়া অনলাইনে ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে।
জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘ঈ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিট, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার পর্যন্ত ‘অ ১’ ইউনিট এবং সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘অ ২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পাঁচটি অনুষদের অধীনে ২০টি বিভাগে মোট ৮৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্যাবলি www.pust.ac.bd Ges pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।