ধর্ষণের পর প্রতিবন্ধী শিশুকে হত্যা!

দুদিন নিখোঁজ থাকার পর রাজশাহী মহানগরীর চণ্ডীপুর এলাকা থেকে অ্যানি খাতুন (১২) নামের মানসিক প্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অ্যানি ওই এলাকার রতন আলীর মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়।
মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ওই প্রতিবন্ধী শিশুটি লক্ষ্মীপুর, ভাটাপাড়া ও চণ্ডীপুরসহ আশপাশের এলাকায় ঘোরাঘুরি করত। গত দুদিন থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা চণ্ডীপুর এলাকার খেলার মাঠের এক কোণার জঙ্গলে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আরো জানান, অ্যানির মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবে অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ ব্যাপারে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। এ জন্য অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।