অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় ১১ গরু আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/12/10/photo-1481389260.jpg)
কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী সীমান্ত থেকে ১১টি ভারতীয় গরু ও বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
বিজিবি জানায়, আজ ভোরে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপির বিজিবি সদস্যরা দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৭৫-এর ৬ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় দক্ষিণ বাঁশজানি নামক স্থান থেকে ভারতীয় নয়টি গরু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তা জব্দ করে।
এ ছাড়া শালঝোড় বিওপির টহলদল নাগেশ্বরী উপজেলার ধলডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৮৯-এর ১৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ধলডাঙ্গা স্থানে অবস্থান নেয়। এ সময় ভারতীয় দুটি বাছুর অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তা জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা ১১টি গরুর মূল্য চার লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি দাবি করেছে।
অন্যদিকে নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় সামগ্রী জব্দ করে বিজিবি। মাদারগঞ্জ বিওপির নায়েব সুবেদার মো. ইদ্রিস আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আজ ভোরে আন্তর্জাতিক পিলার ১০৩৩ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খলিলের চর নামক স্থানে অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরে তিনজন লোক মাথায় বস্তা নিয়ে ওই স্থানে আসার পর টহল দলকে দেখামাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। বিজিবির টহল দল সেখান থেকে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বলেন, জব্দ করা গরু শুল্ক অফিসের প্রতিনিধির মাধ্যমে নিলামের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এবং জব্দ করা মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।