খুলনায় ডলার দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা, ২ ইরানি আটক

খুলনা নগরীর সোনাডাঙা থানাধীন শেখপাড়া বাজার থেকে দুই ইরানি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ সোমবার রাত ৮টার পর ওই দুই ইরানি শেখপাড়া বাজারের একটি লোহার দোকানে ডলার দেখিয়ে দোকান থেকে জোর করে টাকা নেওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ইরানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) উত্তম জানান, লোহার দোকানে ওই দুই ইরানি আজ রাতে ডলার ভাঙাতে যান। দোকানি ডলার কিনতে অপারগতা প্রকাশ করলে তাঁরা ক্যাশ থেকে জোর করে টাকা নিতে উদ্যত হন। এই সময় উপস্থিত লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটক দুজনের নাম গোলাম আব্বাস ও আব্বাস থুড়ি।
এসআই উত্তম জানান, দুই বিদেশির আচার-আচরণ ও ভিসা দেখে সন্দেহ হওয়ায় তিনি তাঁদের আটক করে থানায় নিয়ে এসেছেন।