ঝালকাঠিতে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলায় এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়।
নিহত নৈশপ্রহরীর নাম হারুন সরদার (৪৫)। তিনি সদর উপজেলার সাবাঙ্গল গ্রামের প্রয়াত ওয়াজেদ সরদারের ছেলে।
নিহত হারুনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের মানপাশা বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন হারুন সরদার। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে। পরে তাঁর লাশ বাজারের পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। আজ সকালে বাজারের লোকজন তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত হারুনের বড় ভাই মজিবর সরদারের দাবি, মানপাশা বাজারে একটি দোকানঘর নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে হারুন সরদারের বিরোধ ছিল। এই বিরোধের জেরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, নিহত ব্যক্তির গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।