নলছিটিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৫

ঝালকাঠির নলছিটিতে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার কাপড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, কুলকাঠি ইউনিয়নের কাপড়কাঠি গ্রামে হরিভক্ত শীল ও গোপাল শীলের ৭৩ শতাংশ জমি নিয়ে পার্শ্ববর্তী মালুহার গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বিরোধ চলছিল। হিন্দু পরিবারটি ৩০ বছর ধরে ওই জমিতে ধান রোপণ করে আসছে। এ বছরের রোপিত ধানগুলো আধা-পাকা অবস্থায় সকালে দেশি অস্ত্রসহ ৫০-৬০ জন লোক নিয়ে জাহাঙ্গীর ও তার সহযোগীরা কাটতে থাকে। এতে বাধা দিলে হরিভক্তের মামা কালাচান হাওলাদার, মামি বকুলি রানী ও মামাতো বোন যত্ন রানীকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্রসহ আটক করা হয় জাহাঙ্গীর হাওলাদার, তার সহযোগীসহ ১১ জনকে। গুরুতর অবস্থায় বকুলি রানী ও তাঁর মেয়ে যত্ন রানীকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।