খালেদা জিয়াকে মধ্যরাতে নেওয়া হলো হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (১২ জুন) দিনগত রাতে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পূর্বমুহূর্তে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত সাড়ে ১২ টায় দিদার বলেন, 'ম্যাডামকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে। এখনই নেওয়া হবে।'
পরে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।