মাদারীপুর পৌরসভার বাজেট ঘোষণা
মাদারীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯৫১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এই বাজেট ঘোষণা করেন।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় পৌরসভার আয়োজনে নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯৫১ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১১৬ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৬৪ টাকা।
পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, টিআইবি কর্মকর্তা, সনাক সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।
পৌর মেয়র খালিদ হোসেন বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি প্রাক-বাজেট আলোচনা ও গণশুনানির মাধ্যমে জনগণের অংশগ্রহণ, মতামত ও চাহিদার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, বাজেটে নিয়মিত উন্নয়নমূলক কাজের পাশাপাশি তথ্যের অবাধ প্রবাহ, দুর্নীতি প্রতিরোধ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ঔষধপত্র ও চিকিৎসাসেবা বাবদ অনুদানের জন্য, প্রান্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শিক্ষা সহায়তা, নারী উন্নয়ন, সহিংসতার শিকার নারীদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকবিরোধী সচেতনতা, খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযানে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
মেয়র তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। তিনি মাদকমুক্ত, নারী ও শিশুবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল পৌরসভা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন।