ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুরের শিবচর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচর পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোটেল, মিষ্টির দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত শিবচরের ৭১ সড়কের ফুটপাত অবৈধ দখল মুক্তকরণ ও বিলবোর্ড অপসারণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, জনস্বার্থে আমরা শিবচরে বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, ওষুধের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।