অগ্নিকাণ্ডে গেল প্রতিবন্ধী সোহানের প্রাণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণপাড়া বেপারিবাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বসতঘর। ছবি : এনটিভি
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণপাড়া বেপারিবাড়িতে বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে প্রতিবন্ধী সোহান (১০)। আজ শুক্রবার (২১ জুলাই) বিকেলে বেপারিবাড়ির দিনমজুর রবিউলের বসতঘরটি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে পুড়ে মারা যায় ১০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী সোহান।
দিনমজুর রবিউল আলম জানান, পরিবারের সবাই দাওয়াত খেতে যাওয়ায় ঘরে একা ছিল সোহান। তাঁর তিন ছেলের মধ্যে সোহান ছিল সবার ছোট। অগ্নিকাণ্ডে তাঁর সব শেষ হয়ে গেছে।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আহমেদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।