ফরিদপুরে বাসচাপায় দুই ভাই নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করাতে গিয়ে বাসের চাপায় দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজা সংলগ্ন হাসামদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন মেহেরপুর জেলা সদরের নতুন দরবেশপুর এলাকার আদম আলীর বড় ছেলে মাহফুজুর রহমান (৩০) ও ছোট ছেলে হামিম রহমান (১৬)। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিপন (৩৪) নামে এক যুবক। তাঁর বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামে।
জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী ইলিশ পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৫৭) ঘটনাস্থলে পথচারীদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বড় ভাই নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাইয়েরও মৃত্যু হয়। আর আহত শিপনকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, বড় ভাই মাহফুজুর রহমান তাঁর ছোট ভাই হামিমকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ভাঙ্গা যান। সেখানে ইলিশ পরিবহণের একটি বাসের চাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ হস্তান্তর করা হবে।