দুই মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩১ জানুয়ারি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/08/samrat.jpg)
অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার (৮ অক্টোবর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলায় ও ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তেহসিন ইফতেখার এই আদেশ দেন।
সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই আইনজীবী বলেন, ‘আজ দুই আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সকালে সম্রাট আদালতে হাজিরা দেন। এরপর তার আইনজীবীরা দুই মামলায় পৃথক দুই আদালতে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে ৩১ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন।’
নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৭ অক্টোবর র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র আইনে ও মাদক আইনে মামলাটি করেন। ২০২০ সালের ৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র মামলা ও মাদক দ্রব্য নিয়্ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে, ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন দুপুর ২টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে বাহিনীটির একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় সেখানে অবৈধভাবে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বর্তমানে সম্রাট জামিনে মুক্ত রয়েছেন।