ডেমরায় বাসে আগুন, চালকের সহকারী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/28/dmc_3.jpg)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজধানীর ডেমরার দেইলা এলাকায় অছিম নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাসটির চালকের সহকারী নাজিমের (১৮) মৃত্যু হয়েছে। তিনি বাসের ভেতর ঘুমিয়েছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ রোববার (২৯ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
শাহজাদী সুলতানা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার কর্মীরা। অছিম পরিবহনের ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। আগুন লাগানোর সময় বাসের চালক ও তার সহকারী বাসে ঘুমাচ্ছিলেন। নাজিমের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।