নারায়ণগঞ্জে বড় বোন হত্যা, ছোট বোন আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোনকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় বোনকে হত্যার ঘটনায় ছোট বোনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বড় বোন সুমি কাঠেরপুল এলাকার ওয়ার্কশপ দোকানের মালিক শহিদুল ইসলামের স্ত্রী। আটক সোহানা নিহত সুমির ছোট বোন।
আটক সোহানা জানান, আজ বিকেলে সোহানা বড় বোন সুমিকে বাসায় রেখে দোকানে পুরি কিনতে যান। এরপর বাসায় ফিরে দেখেন সুমিকে অজ্ঞাত এক যুবক মারধর করে পালিয়ে যাচ্ছে। তখন তিনি বাড়ির কাছেই ওয়ার্কশপে গিয়ে বোন জামাই শহিদুল ইসলামকে খবর দেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানার দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।