শিবচরে ট্রেনের ধাক্কায় নিহত এক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/29/madaripur_news_pic.jpg)
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৪৭ নং বড় কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি অনেক দিন ধরেই শিবচরের পাচ্চর, কুতুবপুর এলাকায় ঘুরাফিরা করতেন। তাঁর নাম-পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ট্রেন লাইনের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এমন সময় ট্রেন এলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় মো. সায়েদ মোল্লা বলেন, ‘লোকটি মানসিক ভারসাম্যহীন। এই এলাকা দিয়ে ঘুরাফিরা করে। সন্ধ্যায় ট্রেনলাইন পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লেগে তাঁর মৃত্যৃ হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে শিবচর ত্যাগ করে বলে ভাঙ্গা স্টেশন সূত্রে জানা গেছে