চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় বিস্ফোরণে চালকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/25/suoth_ctg_pic.jpg)
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন চালক আব্দুস ছবুর। ছবি : এনাটিভি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে হাইওয়ে পুলিশের তাড়া খেয়ে পালাবার সময় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় বিস্ফোরণে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। আজ সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর নিজ আসনেই পুড়ে অঙ্গার হয়ে মৃত্যু হয় চালকের।
নিহত সিএনজিচালিত অটোরিকশাচালকের নাম আব্দুস ছবুর (২৭)। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলী নগর এলাকার মফিজুর রহমানের ছেলে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুহুল আমীন বলেন, খবর পেয়ে একটি ইউনিট সেখানে যায়। তবে ইউনিট পৌছাবার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চালক পুড়ে অঙ্গার হয়ে গেছেন।