থ্রি-হুইলার খাদে পড়ে চালকসহ নিহত দুই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/29/maadaariipur_niht.jpg)
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি থ্রি-হুইলারের চালকসহ দুজন নিহত হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যকচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরিফ শিকদার (২৫) ও থ্রি-হুইলার চালক নড়াইলের সরাফাত মুন্সির ছেলে এনামুল মুন্সি (৩০)।
পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে থ্রি-হুইলার নিয়ে বালু আনার উদ্দেশে বের হয় আরিফ ও এনামুল। এ সময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় এলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজনই থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজেদের গাড়িতে চাপা পড়েই তারা মারা গেছে। মরদহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। যদি আইনগত ব্যবস্থা নিতে চায় তাহলে অভিযোগ নেওয়া হবে বলেও জানান ওসি এইচ এম সালাউদ্দিন।