কাদরা বালিকা মাদ্রাসার সভাপতি অলী ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল কুদ্দুছ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/28/noakhali.jpg)
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪ এ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে বেলা ১১টর দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি পদে স্থানীয় অলী উল্লাহ ভূঁইয়া নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে মাওলানা আবদুল কুদ্দুছ (সাবেক মাদ্রাসা প্রেন্সিপাল), মো. মহি উদ্দিন মোহন (কাউন্সিলর) (অভিভাবক সদস্য), আবদুল কাইয়ুম ভুঁইয়া (অভিভাবক সদস্য), মো. সহিদুর রহমান (অভিভাবক সদস্য), আবদুল জলিল (অভিভাবক সদস্য), মহিলা প্রতিনিধি ছকিনা বেগম, (অভিভাবক সদস্য), মো. শফিকুল ইসলাম, (শিক্ষক প্রতিনিধি) মৌসুমী আক্তার, (শিক্ষক প্রতিনিধি)। উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2024/05/28/mawlana1.jpg 687w)
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এনটিভি অনলাইনকে বলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের রুলস মেনে অভিভাবক সদস্যও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি সকল পদক্ষেপ নিয়েছি।