আ.লীগ নেই, তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে : আব্দুস সালাম পিন্টু

আজ আওয়ামী লীগ নেই, তবে এখনও তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বাস স্ট্যান্ডে কৃষক দলের সদস্য সচিব আরিফুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
আব্দুস সালাম পিন্টু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আরও চার-পাঁচ মাস ক্ষমতায় থাকত তাহলে আমি হয়তো বেঁচে থাকতাম না। গত ১৭ বছরে অসংখ্য মানুষ মারা গেছে তার নিপীড়নে। আমরা সংগ্রাম করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। আজ আওয়ামী লীগ নেই, তবে এখনও তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে।
আব্দুস সালাম পিন্টু আরও বলেন, আমাদের দলেও কিছু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের লোক প্রবেশ করেছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। যে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে—সেই ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, দেশে মাদক ঢুকিয়ে যুব সমাজসহ দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দীপু হায়দার খান, সদস্য সচিব ভিপি শামীম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।