বাংলাদেশের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে নয়াদিল্লি কাজ করতে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্রি এই মন্তব্য করেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী আলাপচারিতার সময় ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলেই নয়, বিশ্বব্যাপীও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিক্রম মিশ্রি আরও উল্লেখ করেন, আমরা সবাই বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কিত ঘোষণা ও বিবৃতি দেখেছি। আমি বুঝতে পারছি, এই বিষয়ে ফেব্রুয়ারির কাছাকাছি একটি সময়সীমা নির্দেশ করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি সম্পর্কে কথা বলেছে ও ভারত তাদের সফল আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে— এই বিষয়টি ভারতকে উৎসাহিত করেছে।
বিক্রম মিশ্রি উল্লেখ করেন, ‘এটি একটি জনমতের মাধ্যমে নির্বাচিত সরকার হবে। বাংলাদেশের জনগণ যে সরকারকেই তাদের প্রতিনিধিত্ব করতে বেছে নেবে, আমরা তার সঙ্গেই কাজ করব।’
মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বিষয়, সীমান্ত সমস্যা, পানি বণ্টন সমস্যা ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রশ্নের উত্তর দেন। তিনি স্বীকার করেন, কিছু সমস্যা আছে, যা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই স্বাভাবিক।