নারায়ণগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে দুদকের অভিযান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/12/nganj_dodak_news_pic.jpg)
গণশুনানির সিদ্ধান্ত বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহরের খানপুরে নোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১২ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ডায়াগনস্টিক সেন্টারে দালালদের মাধ্যমে ডাক্তারের টেস্ট বাণিজ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
দালালদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে নোভা ডায়াগনস্টিক সেন্টারের সব ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের জন্য জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওশনী। তিনি জানান, গত ৬ জুন জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুদকের গনশুনানিতে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অব্যবস্থাপনা, দালালদের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ডাক্তারদের টেস্ট বাণিজ্যসহ নানা অভিযোগ উত্থাপিত হয়। গণশুনানিতে সেবাগ্রহীতারা অভিযোগ করেন নোভা ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার অলক কুমার সাহার বিরুদ্ধে। তখন গণশুনানিতে উপস্থিত প্রধান অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বিষয়টি খতিয়ে দেখার কঠোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়নে আজ নোভা ডায়ানস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
উপপরিচালক আরও জানান, অভিযানের সময় নোভা ডায়াগনস্টিক সেন্টারে কমিশনের ভিত্তিতে ডাক্তার অলক কুমার সাহা রোগী পাঠানোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।