জাতীয় গ্রন্থকেন্দ্রে দুদকের অভিযান

জাতীয় গ্রন্থকেন্দ্রের ফাইল ছবি
বিভিন্ন অনিয়মের অভিযোগে জাতীয় গ্রন্থকেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার একটি দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।
এর আগে জাতীয় গ্রন্থকেন্দ্র কেন্দ্র থেকে সারা দেশের বেসরকারি গ্রন্থাগারের দেয়া অনুদানের বইয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগ আমলে নিয়ে আজ দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালিত করা হয়।