খালেদা জিয়ার বিষয়ে সরকারের মানবিকতার ঘাটতি নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে সরকারের মানবিকতার কোনো ঘাটতি নেই। সরকার মানবিক বলেই দেশে খালেদা জিয়া উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন।
আজ সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার হার্টে পেসমেকার বসানো হয়েছে। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।’
সরকারের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার আন্তরিক বলেই বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দেওয়া হয়েছে। এখানকার চিকিৎসকরা বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গেই সরকার অনুমতি দিতে একটুও কার্পর্ণ্য করেনি।’
যারা সরকারের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের বোধোদয় হওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।