মুন্সীগঞ্জে রোলার-চাপায় পল্লি চিকিৎসকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/07/15/munshiganj_news_pic.jpg)
মুন্সীগঞ্জে সড়ক নির্মাণকাজের রোলার-চাপায় মিজানুর রহমান ব্যাপারী নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে সড়ক নির্মাণকাজের রোলার-চাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লালমিয়া ব্যাপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মিজানুর বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া বাজার এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, মিজানুরের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।