রামপুরায় পুলিশ বক্সে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/07/18/pulish-bkse-aagun-chbi.jpg)
রাজধানীর রামপুরায় পুলিশ ও কোটা সংস্কারপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
রাজধানীর রামপুরায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে সেখানে অগ্নিসংযোগ করা হয়। সেখানে পুলিশ ও কোটা সংস্কারপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
আজ দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, ‘আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা আটকা পড়ে আছি।’
এদিকে বেলা সাড়ে ১১টার পর থেকে বাংলাদেশ টেলিভিশনের ২ ও ৩ নম্বর গেটের সামনের সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
ঢাকাসহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীজুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে।