ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/24/bbaria_news_pic.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উছালিয়াপাড়ার এক মোটরসাইকেলচালক বড্ডাপাড়ার এক ভ্যানচালককে মারধর করেন।
মোটরসাইকেলচালক ও ভ্যানচালকের মধ্যে মারধরের জেরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড্ডাপাড়ার একটি ভ্যানের সঙ্গে উছালিয়াপাড়ার এক মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলচালক ভ্যানচালককে মারধর করলে মুহূর্তেই উভয় গ্রামের লোজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া সেনাবাহিনীর ও বিজিবির একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।