ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও দুজন মারা গেছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/30/baissmy.jpg)
ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া সাইফুল ইসলাম আরিফ ও কারীমুল ইসলাম নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাইফুল ইসলাম সিএমইচ হাসপাতাল এবং কারীমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, সাইফুলের গ্রামের বাড়ি ফেনীতে। দশম শ্রেণি ছাত্র সাইফুল ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। আজ সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে কারীমুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। আজ ভোর ৫টায় ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার।
গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক হাজার ৫৮১ জনের নিহতের খবর জানানো হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানানো হয়। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা।