পুকুরে মিলল নিখোঁজ আ.লীগনেতার মরদেহ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/10/04/munsignyj.jpg)
বাড়ির পাশের পুকুর থেকে উপজেলা আওয়ামী লীগনেতার মরদেহ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখ (৫৫) গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিখোঁজ হন। নিখোঁজের পর তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে পাওয়া যায়।
আজ শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির পাশের কাঁঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
শাহজাহান শেখের স্ত্রী শিমা বেগম বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত ছিলেন। সে বিভিন্ন সময় নেশা করে এখানে-সেখানে পরে থাকত। এ বিষয়ে আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের হস্তান্তর করা হয়েছে।