সেন্টমার্টিন্স দ্বীপে রাতযাপন নিষিদ্ধ ও ভ্রমণ সীমিতকরণের প্রতিবাদে মানববন্ধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/10/16/cox_news_pic.jpg)
কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ এবং ভ্রমণ সীমিতকরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া এ সিদ্ধান্তের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সেন্টমার্টিন্স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোট, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অব সেন্টমার্টিন্সসহ ১৩ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীপটিতে রাত্রিযাপন নিষিদ্ধ করা হলে হুমকিতে পড়বে তিন লাখের অধিক মানুষের জীবিকা। নিঃস্ব হবেন সেখানে শত শত কোটি কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীরা। বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া এ সিদ্ধান্ত থেকে বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সিক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণত সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর, টুয়াকের সাবেক সভাপতি মো. আনোয়ার কামাল, জেলা বিএনপিনেতা রাশেদ মোহাম্মদ আলীসহ পর্যটন ব্যবসায়ীরা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। পরে অভিজাত একটি হোটেলে সংবাদ করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার ও সেন্টমার্টিন্স দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট।
সেখানে সেন্টমার্টিনন্স বিষয়ে বিগত সরকারের গৃহীত পর্যটনবিরোধী সব সিদ্ধান্ত বাতিলসহ ১৮ দফা দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।