আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/07/sohraaoyyaardii_haaspaataal.jpg)
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। এর আগে গতকাল গভীর রাতে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে নতুন ইপিজেডের পিছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় শিমুল নিস্তেজ হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল রাতে শিমুল মিয়া আবিরের লাশ নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিস্তারিত এখনও জানা যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।