লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপিনেতা সালাহ উদ্দিন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/20/bnp_saalaahuddin-aahmed.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, লন্ডনে সালাহ উদ্দিন আহমেদ তাঁর মেয়ের বাসায় যাবেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবার কথা রয়েছে।