সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা : শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
আজ শনিবার (১৮ জানুয়ারি) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে শফিকুল আলম এ কথা বলেন।
ইবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতির (ইবিসাস) যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। প্রধান আলোচক ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান আলোচকের বক্তব্যে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সে যেমন তাঁর পিতার হত্যাকারীদের খুঁজে খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাঁকেও একইভাবে বিচারের আওতায় আনা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. মো. রাশিদুজ্জামানের সভাপতিত্বে ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তাইমুল হক জায়িমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ বক্তব্য দেন।