মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের গণপিটুনি দেওয়া হয়। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেজাম উদ্দিন ও আবু ছালেক।
বিষয়টি নিশ্চিত করেছেন এওচিয়ার সাবেক চেয়ারম্যান হাফেজ আহমদ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে চারটি সিএনজিচালিত অটোরিকশায় করে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় আসে। এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে ঘোষণার পর লোকজন জড়ো হয়ে অটোরিকশায় করে আসা দুই যুবককে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
স্থানীয়দের দাবি, এর আগে যুবকদের গুলিতে চারজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। তারা চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন- মুহাম্মদ নাছির (৪০), ওবাইদুর রহমান (১৮), মুহাম্মদ মামুন (৪৫), আবু সাঈদ (২২) ও আব্বাস উদ্দিন (৩০)।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ থানায় আনার পর সুরতহাল তৈরি করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, আটটি গুলির খোসা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলসহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা।