কর্মচারীদের হাত-পা বেঁধে ৫টি গরু নিয়ে গেল ডাকাতদল

গভীর রাতে খামারের কর্মচারীদের হাত-পা বেঁধে পাঁচটি গরু নিয়ে গেছে ডাকাতদল। গত শুক্রবার (১ মার্চ) গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর এলাকার ঘটনাটি ঘটে। আজ বুধবার (৫ মার্চ) সকাল থেকে এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।
ডাকাতি হওয়া গরুর মালিক মো. হানিফ মিয়া চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা। তিনি একজন মাংস ব্যবসায়ী।
ভাইরাল ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, গামছা দিয়ে মাথা বাঁধা একদল ডাকাত দেশীয় অস্ত্র হাতে প্রথমে খামারটিতে প্রবেশ করে শেষ অংশ থেকে একটি গরু টেনে বের করছে। এর পরেই খামারে প্রবেশ করে গামছা দিয়ে মুখ ঢাকা আরও দুই ডাকাত। এ সময় খামারের ডান পাশের খাটের ওপর মশারির নীচ থেকে একজন বের হতে চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখাতে থাকে ডাকাতচক্র। রশি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে তারা। পরে একে একে আরও চারটি গরু নিয়ে পালিয়ে যায় চক্রটি।
এ ঘটনার পরদিন চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন খামারের মালিক হানিফ মিয়া।
বুধবার রাতে খামারি হানিফ মিয়া জানান, নিজের গরুর খামারে গরুগুলো রেখে বসন্তপুর বাজারে জবাই করে মাংস বিক্রি করেন। রোজার আগেরদিন তার খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে একদল ডাকাত খামারে প্রবেশ করে খাটে শুয়ে থাকা খামারের দুই কর্মচারী ইদ্রিস ও রানার হাত-পা বেঁধে ফেলে। খামারে থাকা সাতটি গরুর মধ্যে একে একে তারা ৫টি গরু নিয়ে যায়। গরুগুলোর মূল্য সাড়ে আট লাখ টাকা বলে উল্লেখ করেন তিনি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খামারের মালিক মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। অপরাধী চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।