হামলার আশঙ্কায় পলকের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়িতে হামলার আশঙ্কায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার লাগিয়েছে সিংড়া থানা পুলিশ। সেই ব্যানার খুলেও নেওয়া হয়েছে। পুলিশ বলছে, হামলা থেকে ভবনটি বাঁচাতে এ কৌশল গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, রাতে দুজন যুবক নাটোরের সিংড়া পৌর শহরের গোড়াউনপাড়ায় অবস্থিত জুনাইদ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সঙ্গে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। টাঙানো ব্যানারটিতে লেখা ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর’।
খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে দুজন যুবক পলকের বাড়ির দ্বিতীয় তলায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লেখা ব্যানার লাগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক লোকজন জড়ো হয়। পরদিন বুধবার সকালের কোনো এক সময় তা খুলেও ফেলা হয়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এনটিভি অনলাইনকে বলেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুরের পরে আমাদের কাছে তথ্য এসেছে যেকোনো সময় রাজনৈতিক ট্যাগ দিয়ে এই (জুনাইদ আহমেদ পলকের বাড়ি) বাড়িটি ভাঙার পরিকল্পনা হতে পারে। এজন্য ওটা (ব্যানার) দিয়েছি, যাতে বাড়িটি রক্ষা পায়।’
ব্যানারটি খুলে ফেলার কারণ জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা শুধু জানান দিলাম, আমরা আছি এখানে।’
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সারোয়ার জাহান এনটিভি অনলাইনকে বলেন, ‘জুনাইদ আহমেদ পলকের বাড়িটি ভাঙার আশঙ্কা ছিল। তাই তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা করা হয়েছিল। এটি কৌশলগত বিষয় ছিল।’