কসবায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনুমানিক এক কোটি ৫৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার (৭ মার্চ) উপজেলার মজলিশপুর হতে চোরাচালানের এ সব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় আতসবাজি, বিভিন্ন ধরনের প্রসাধনী, সান ক্রিম, প্লাস্টিকের বয়াম, বিভিন্ন প্রকার চশমা, উন্নত মানের শাড়ি এবং থ্রি-পিস।
জব্দের বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি)। অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন চন্ডিদার বিওপির টহলদল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মজলিশপুর নামক স্থান হতে ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
লে. কর্নেল মো. জিয়াউর রহমান আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।