বন বিভাগের কর্মকর্তা সাইদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা সামাজিক বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আজ এই আদেশ দেন। আদালতে দুদকের উপসহকারী পরিচালক এলমান আহম্মদ রনি বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সাইদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলের অভিযোগটির তদন্ত কাজ চলছে। সাইদুল ইসলাম সম্প্রতি পিআরএল ভোগরত এবং তাঁর ভাইবোনরা আমেরিকায় থাকায় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।