সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) মো. সালাহউদ্দিন মিয়াজীসহ তার পরিবারের অন্য সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন আদালতে সালাহউদ্দিন মিয়াজী ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রেজাউল করিম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা পাওয়া বাকিরা হলেন— সালাহউদ্দিন মিয়াজীর স্ত্রী নাজমা বেগম এবং তাদের দুই সন্তান সামিয়া শবনম ও রাইহা শবনম মিয়াজী।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) মো. সালাহউদ্দিন মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধামে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোর জেলার চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণের অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও পাওয়া গেছে। তার বিরুদ্ধে এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায়—অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) মো. সালাহউদ্দিন মিয়াজী এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।