শ্রীপুরে ১০ একর বনভূমি দখলমুক্ত
গাজীপুরের শ্রীপুরে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি দখলমুক্ত করে বনায়ন করেছে বন বিভাগ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের নেহালিয়া গ্রামে অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করা হয়।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উদ্ধারকৃত জমিতে চিকরাশি, মেহগনি, জারুল, লটকন, আতা, বহেরা, জাম, নিমসহ প্রায় ২০ প্রজাতির ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় দখলদার ব্যক্তির সঙ্গে বন কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়।
অভিযুক্ত দখলদার মো. শাহাবুদ্দিন মোড়ল বলেন, আমি দীর্ঘ কয়েক যুগ ধরে জমিগুলো দখলে ছিলাম। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছি।
সাতখামাইর বিট কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বরমী মৌজার সিএস ৩৯৭ আরএস ৩৮১ নম্বর দাগের এই ১০ একর জমিতে চারাগুলো রোপণ করা হয়েছে এবং পরিচর্যার জন্য লোক নিয়োগ করা হয়েছে।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, দীর্ঘ পাঁচ যুগের বেশি সময় ধরে শাহাবুদ্দিন মোড়ল ৩০ একর সরকারি বনভূমি দখল করে রেখেছিল। বন বিভাগের লোকজন জমি দখলমুক্ত করতে গেলে অভিযুক্ত তার লোকজন নিয়ে হামলা করত। তার দাপটের কারণে এতদিন বন বিভাগ সফল হতে পারেনি। তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে বাকি ২০ একর জমিতেও বনায়ন করা হবে।