পরিবারসহ সাবেক সংসদ সদস্য পিন্টুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু ও তাঁর পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
পিন্টুর পরিবারের অন্য যাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁরা হলেন স্ত্রী ইসমত আরা মিনু, দুই মেয়ে সুমাইয়া মৌরমি ইফতি ও সাইবা মৌরমি ইশমা এবং ছেলে ইবনাম ইফতিকার।
ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নাম জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আবেদনে অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপনসূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
পিন্টু প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। ২০০৯ সালে তিনি কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।