সড়কের পাশে সাজানো শত শত প্লেট ইফতার

পবিত্র রমজান মাস জুড়ে পটুয়াখালী শহরের ফোর লাইনের পাশে ‘পটুয়াখালীবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন কয়েকশ রোজাদারকে ইফতার পরিবেশন করা হচ্ছে। এতে দিনমজুর, পথচারী, শ্রমজীবী ও দরিদ্রসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিচ্ছেন।
সংগঠনটির এই উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় এবং প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় এই ইফতার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইফতার মেনুতে থাকে ১৩ ধরনের আইটেম—ছোলা, মুড়ি, পেঁয়াজু, চপ, বেগুনি, জিলাপি, খেজুর, শসা, কলা, পেয়ারা, শরবত। শুধু ইফতারই নয়, ইফতার শেষে রোজাদারদের নিয়ে জামাতে মাগরিবের নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় একজন ইমাম নিয়োগ করা হয়েছে এবং ওযুখানা নির্মাণ করা হয়েছে।
আসরের নামাজের পর থেকেই সংগঠনের সদস্যরা প্রতিদিন রাস্তায় ইফতার সাজিয়ে রোজাদারদের জন্য অপেক্ষা করেন।
দিনমজুর শফিক মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, শহরে কাজ শেষে যখন বাড়ি ফিরি, তখন দেখি রাস্তার পাশে আমাদের জন্য ইফতার সাজানো। এই ইফতার পেয়ে আমাদের অনেক উপকার হয়।
রিকশাচালক হাবিব রহমান বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভালোভাবে ইফতার করা আমাদের জন্য কঠিন। এখানে এসে বিনামূল্যে এত আইটেমের ইফতার পেয়ে আমি খুব খুশি। প্রতিবছর এখানেই ইফতার করি।

সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান রাব্বি বলেন, প্রতি বছর রমজানে আমরা প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করি। পুরো অর্থই আসে স্থানীয় ও প্রবাসী বিত্তবানদের সহযোগিতায়। এই ইফতার আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা বলেন, রাস্তার পাশে ইফতারের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই ইফতার কার্যক্রম যেন চলমান থাকে সে বিষয়ে যেকোনো সহযোগিতা করব।
উল্লেখ্য, শিক্ষার্থীদের নিয়ে ২০১০ সালে গঠিত ‘পটুয়াখালীবাসী’ সংগঠন দীর্ঘদিন ধরে পটুয়াখালীসহ প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।