আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময়

মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের সঙ্গে মানিকগঞ্জ জেলা বিএনপির শুভেচ্ছা বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বারের সদ্যবিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো. জসিমউদ্দীনের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, সারা দেশের মধ্যে একটা রেকর্ড যে, মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এভাবেই বিজয়ী হতে হবে। যারা দলের সাথে বেঈমানি করবে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বোপরি আপনারা মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এ প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বারের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, বারের সাবেক সহ-সভাপতি আতম জহির আলম খান লদী, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ভূইয়া ফরিদ, জিপি অ্যাডভোকেট আ. আওয়ার খান, অ্যাডভোকেট মাসুদুল হক মাসুদ, কাজী ওয়াজেদ আলী মিস্টার, আ. আলীম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন বাচ্চা, অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু প্রমুখ।
অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, চেম্বারের সভাপতি আ. সালাম বাদল, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু, বিএনপিনেতা ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান প্রমুখ।